ভাঙা হাতের ছবি পোস্ট করে করে রাজ‍্যপালকে টেনে কি বোঝাতে চাইলেন উদয়ন? 






ভোট পরবর্তী হিংসায় কোচবিহারের দিনহাটায় আক্রান্ত হন তৃণমূল নেতা উদয়ন গুহ। হাতে গুরুতর চোট পান। চিকিৎসার জন‍্য যেতে হয় কলকাতাতেও। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীর তাণ্ডবে  চোট পেয়েছেন হাতে। ভোট পরবর্তী হিংসায় উদয়নের আক্রান্ত হওয়ার পর দিনহাটায় এসেছিলেন রাজ‍্যপল জগদীপ ধনকড়। ঘুরে দেখেছিলেন ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থদের বাড়ি। 




সম্প্রতি উদয়ন গুহ ফেসবুকে ভাঙা হাতের ছবি পোস্ট করে ক‍্যাপশনে লিখলেন, “যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপ বাবুকে বারবার দিনহাটা আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে।” আর এই পোস্ট ঘিরেই তোলপাড় সোশ‍্যাল মিডিয়া। 





কেন এমনটা লিখলেন উদয়ন গুহ? চলছে জোর চর্চা। অনেকেই মনে করছেন রাজ‍্যপালকে খোঁচা দিয়েই এই পোস্ট করেছেন তিনি। ভোট পরবর্তী হিংসায় দিনহাটায় এসে রাজ‍্যপাল দাবি করেছিলেন নির্মম সন্ত্রাস চলছে। মনে করা হচ্ছে তারই পাল্টা দিলেন উদয়ন গুহ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।