৫০ কেজি ওজনের বাঘা মাছ ধরা পড়লো জেলেদের জালে, খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক
৫০ কেজি ওজনের বাঘা মাছ ধরা পড়লো জেলেদের জালে, খবর সংগ্রহ করতে গিয়ে বাঁধার সন্মুখীন হতে হলো সংবাদ কর্মীকে
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীতে । এদিন সকালে বিশাল আকার বাঘা মাছ ধরা পড়ে জেলেদের জালে । অনুমান করা হচ্ছে এই মাছের ওজন প্রায় ৪৫ থেকে ৫০ কেজি । জানা গেছে এদিন জলঢাকা এলাকার বেশকিছু জেলে একত্রিত হয়ে নদীতে এই মাছটি উদ্ধার করে । মাছ ধরার খবর জানাজানি হতেই কেনার জন্য আগ্রহী হয়ে ওঠেন অনেকেই ।
সূত্রে খবর মাছটি ধরা পড়ে জলঢাকার দম্বাবাড়িতে । পরে জেলেরা জলঢাকার খোলাবাজারে সেই মাছটি নিয়ে আসেন বিক্রি করার জন্য । করোনাকে তোয়াক্কা না করেই মাস্ক বিহীন সেই মাছ বিক্রেতাকে ঘিরে ধরে মাছ দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা ।
সেই খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক । ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন এবং তাকে বাঁধা দেওয়া হয় ভিডিও করতে বলে অভিযোগ সেই সাংবাদিকের । যদিও পরে তাঁর মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় ।
2 মন্তব্যসমূহ
News
উত্তরমুছুনNur islam. 8076460301
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊