চলে গেলেন সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দোপাধ্যায়
শোকের ছায়া সাহিত্যিক ও সাংবাদিক জগতে
সাহিত্য জগতে শোকের ছায়া। এবার চলে গেলেন শীর্ষ বন্দোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, গড়িয়াহাটের বাড়িতে সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। সুকণ্ঠ এবং সুব্যক্তিত্বের অধিকারি শীর্ষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতায় কৃতিত্ব অর্জনের সঙ্গে সাহিত্যিক হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেন।
তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস শার্দূলসুন্দরী। এই উপন্যাস বিপুল জনপ্রিয়তা লাভ করে। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন তিনি। তাঁর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম 'শার্দূল সুন্দরী'। তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪। এছাড়াও, সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন শীর্ষ বন্দোপাধ্যায়। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত সাহিত্যিক মহল।
একে একে ইন্দ্রপতন। কিছুদিন আগেই চির বিদায় নিয়েছেন কবি শঙ্খ ঘোষ। চলে গেলেন বাংলার প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়। এবার চলে গেলেন শীর্ষ বন্দোপাধ্যায়। সাহিত্যিক ও সাংবাদিক। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক জীবনাবসানে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। প্রেস ক্লাব, কলকাতা এই উদীয়মান সাংবাদিক ও সাহিত্যিকের অকাল প্রয়াণে তাঁর পরিবার ও সতীর্থদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊