আগামীকাল কোন কোন আসনে পঞ্চম দফায় ভোটগ্রহণ?
রাজ্য বিধানসভা নির্বাচনে আগামীকাল ১৭ই এপ্রিল পঞ্চম দফার ভোট গ্রহণ। পঞ্চম দফার ভোট গ্রহণে মোট ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহন হবে। উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি আসন, নদিয়া জেলার ৮টি আসন, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসন,দার্জিলিং জেলার সব আসন, কালিম্পং জেলার ১টি আসন জলপাইগুড়ি জেলার সব আসনে হবে ভোট গ্রহন।
উত্তর ২৪ পরগনা
- পানিহাটি
- কামারহাটি
- বরানগর
- দমদম
- রাজারহাট নিউটাউন
- বিধাননগর
- রাজারহাট গোপালপুর
- মধ্যমগ্রাম
- বারাসত
- দেগঙ্গা
- হাড়োয়া
- মিনাখাঁ
- সন্দেশখালি
- বসিরহাট দক্ষিণ,
- বসিরহাট উত্তর,
- হিঙ্গলগঞ্জ ,
দার্জিলিং
- দার্জিলিং
- কার্শিয়াং
- মাটিগাড়া-নকশালবাড়ি
- শিলিগুড়ি
- ফাঁসিদেওয়া
কালিম্পং
- কালিম্পং
জলপাইগুড়ি
- ধূপগুড়ি
- ময়নাগুড়ি
- জলপাইগুড়ি
- রাজগঞ্জ
- ডাবগ্রাম-ফুলবাড়ি
- মাল
- নাগরাকাটা
নদিয়া
- শান্তিপুর
- রানাঘাট উত্তর-পশ্চিম
- কৃষ্ণগঞ্জ
- রানাঘাট উত্তর-পূর্ব
- রানাঘাট দক্ষিণ
- চাকদহ
- কল্যাণী
- হরিণঘাটা
- খণ্ডঘোষ
- বর্ধমান দক্ষিণ
- রায়না
- জামালপুর
- মন্তেশ্বর
- কালনা
- মেমারি
- বর্ধমান উত্তর
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊