West Bengal Assembly Elections 2021 7th phase Live Update: : চলছে সপ্তম দফার নির্বাচন
কলকাতা, ২৫ এপ্রিল: আজ ২৫ এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে করোনায় প্রার্থী মারা যাওয়ার কারণে এই দুই আসনের ভোট পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ মে এই দুই আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ কোন কোন আসনে ভোট:
কলকাতা-কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। দক্ষিণ দিনাজপুর-কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। মালদা-হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া। মুর্শিদাবাদ-ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। পশ্চিম বর্ধমান-পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
বুথে ফুল দিয়ে বরণ করা হয় পোলিং অফিসার্সদেরঃ
পশ্চিম বর্ধমানের 276 দূর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে গতকাল যখন DC থেকে পোলিং অফিসাররা বুথে প্রবেশ করেন, তখন সেখানে তাঁদের ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়।
সকাল সকাল নির্বাচন শুরুঃ
- বালুরঘাটের গার্লস স্কুলের আদর্শ বুথে EVM বিভ্রাট, ভোট দিতে না পেরে বিরক্ত সাধারণ মানুষ
- রাসবিহারী কেন্দ্রের ১৬১ নম্বর বুথে খারাপ EVM। ভোটগ্রহণ এখনও আরম্ভ না হওয়ায় অসন্তোষ সাধারণ মানুষের মধ্যে
- মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক ব্যানার্জী। জানালেন- করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। খুবই দুঃখজনক।"
ছেলেকে সঙ্গে নিয়ে সাত সকালেই ভোট দিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
Kolkata: TMC candidate from Bhowanipore constituency, Sobhandeb Chattopadhyay cast his vote for the seventh phase of #WestBengalPolls, at the polling booth at Manmatha Nath Nandan Boys And Girls School. CM Mamata Banerjee is the sitting MLA from the constituency. pic.twitter.com/fn4qPuYVhR
— ANI (@ANI) April 26, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊