Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শর্ত ছাড়া ১০ লক্ষ টাকার লোন দেবে তৃণমূল সরকারঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়




স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শর্ত ছাড়া ১০ লক্ষ টাকার লোন দেবে তৃণমূল সরকারঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়


আজ হুগলীর সপ্তগ্রাম ও চাঁপদানিতে জনসভা করেন।


এদিন চাপদানিতে অভিষেক বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বাংলার তৃণমূল (TMC) সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে। বাংলার ছাত্রছাত্রীরা তা থেকে কোনও শর্ত ছাড়া ১০ লক্ষ টাকার লোন পাবে। '

২রা মে আবার তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে। ১লা জুন থেকে দিল্লির সরকারের কোনও প্রকল্প আর লাগবে না। ১লা জুন থেকে একর পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের।

প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ও মহিলাদের ৫০০ টাকা করে হাতখরচ দেওয়া হবে। মমতা যা বলেন, তাই করে দেখান।’

বিজেপি চায় বিনা পয়সায় ভাষণ, দিদি চায় বিনা পয়সায় রেশন। এদিন বলেন অভিষেক। 

হুগলী জেলার চাঁপদানির জনসভায়





হুগলীর সপ্তগ্রামের জনসভায়




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code