বর্ধমান দক্ষিন বিধানসভায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ
আজ পঞ্চম দফার ভোট। পঞ্চম দফার ভোটের দিনেও বর্ধমানে অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ। আজ বর্ধমান দক্ষিন বিধানসভা কেন্দ্রের ১২নং ওয়ার্ডে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি।
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমল-বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। ডিএসপি হেডকোয়ার্টার এবং বর্ধমান থানার আইসি বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
এই ওয়ার্ডে বুথের বাইরে উভয় দলের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে ছিলেন। তারপরই উত্তেজনা ছড়ায় ।একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে ।পুলিশ এসে উভয় পক্ষকে সড়িয়ে দেয় ।ঘটনায় এক তৃনমূল কর্মী আহত হয় বলে জানা যাচ্ছে। দেখুন ভিডিও-
বর্ধমান দক্ষিন বিধানসভায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ
Posted by Sangbad Ekalavya on Saturday, April 17, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊