পিছিয়ে গেল SSC CHSL পরীক্ষা 




করোনার জের এবার পিছিয়ে গেল স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম ধাপের পরীক্ষা। এনিয়ে এদিন এক বিজ্ঞপ্তি করে স্টাফ সিলেকশন কমিশন। ২০ এপ্রিল থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 



কেন্দ্রীয় সরকারের এই চাকরি পরীক্ষা করোনার জেরে পিছিয়ে যাওয়ায় কিছুটা চিন্তিত পরীক্ষার্থী মহল। কিন্তু দেশে যেভাবে করোনা থাবা বসিয়েছে তাতে এছাড়া আর উপায় নেই। একে একে আক্রান্তের সংখ‍্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।