করোনা সচেতনতা প্রচার ও মাস্ক বিলি পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যাণ সমিতির 





সুজিত মণ্ডল, পূর্বমেদিনীপুর: 


দেশে করোনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।এই পরিস্থিতি বিভিন্ন সামাজিক সংগঠন রাস্তায় নেমে করোনা সচেতনতা থেকে মাস্ক,স্যানিটাইজার বিলির ব্যাবস্থা করছেন।পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষিক কল্যাণ সমিতি এর পক্ষ থেকেও এই ভয়াবহ করোনা পরিস্থিতে রাস্তায় নেমে জনগণের হাতে তুলে দেওয়া হল মাস্ক স্যানিটাইজার। 



কাঁথি পোষ্ট অফিস মোড়ে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কাঁথি শাখার কাঁথি গৃহ শিক্ষক ঐক্য মঞ্চকে।এনারা পথ চলতি 700 জন মানুষ কে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন।পথ চলতি মানুষের মধ্যেও মাস্ক স্যানিটাইজার নেওয়ার উৎসাহ দেখা গেলো।



এইরূপ একটি মহতী কর্মযোগ উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভা ইউনিটের সভাপতি বীরৎ চন্দ্র মন্ডল।সম্পাদক দিলীপ দাস। কোষাধ্যক্ষ চন্ডী চরন দাস। দেশপ্রান ব্লক ইউনিটের সম্পাদক তথা কাঁথি মহকুমার সমস্ত ইউনিটের পর্যবেক্ষক দীপু খান। বিশিষ্ট গৃহ শিক্ষক কাঞ্চন দাস, বিপ্লব মান্না, সন্তু বেরা, সুজয় বর্মন সহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা ইউনিটের কনভেনার সেখ নুরসেলিম। চন্ডীগড় বাবু বলেন আগামী দিনেও মানুষের পাশে কাঁথি গৃহ শিক্ষক ঐক্য মঞ্চ থাকবে।