পিরিয়ড চলাকালীন করোনা ভ‍্যাকসিন নেওয়া নিয়ে ধোঁয়াশা কাটালো কেন্দ্র 







মারণ ভাইরাস করোনার দাপাদাপি চলছে দেশজুড়ে। এর মাঝেই পিরিয়ড চলাকালীন বা তার পাঁচদিন আগে বা পাঁচ দিন পরে করোনার ভ‍্যাকসিন নেওয়া ঠিক কিনা? তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ঋতুস্রাব চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে না। এমনকী, ঋতুস্রাবের পাঁচদিন আগে ও পরেও ভ্যাকসিন নেওয়া উচিত নয় মহিলাদের, এমনটাই রটে। ফলে কিছুটা ধন্ধে ঋতুমতী মহিলারা। 




বিষয়টি প্রকাশ‍্যে আসতেই আসরে নামে কেন্দ্র। পিআইবি তরফে নেট মাধ‍্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতিকে গুজব বলা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে বলা হয়, ‘ঋতুচক্রের পাঁচ দিন আগে ও পরে মহিলাদের টিকা নেওয়া উচিত নয় বলে নেটমাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই ভুয়ো। গুজবে কান দেবেন না। পাশাপাশি কিছুদিন আগেই কেন্দ্রের তরফে ১৮-ঊর্ধ্ব সকলকে করোনা ভ‍্যাকসিন দেওয়ার কথা ঘোষনা করা হয়। এদিন পিআইবি আরো জানিয়েছে, ১ মের পর ১৮ বছরের ঊর্ধ্বে সকলের টিকা নেওয়া উচিত। ২৮ এপ্রিল থেকে নামের নথিভুক্তিকরণ শুরু হচ্ছ।




এছাড়াও, আমেরিকার ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে ইয়েল স্কুল অব মেডিসিনে কর্মরত অ্যালিস লুকালিগান এবং র‌্যান্ডি এপস্টিন লেখেন, ‘এখনও পর্যন্ত এমন কোনও তথ্য হাতে আসেনি, যা প্রমাণ করে করোনা প্রতিষেধকের সঙ্গে ঝতুস্রাবের কোনও সংযোগ রয়েছে।'