পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের এবং বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই । পয়লা বৈশাখের এই শুভক্ষণ সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, সবার সুস্বাস্থ্য বজায় থাক।
— President of India (@rashtrapatibhvn) April 15, 2021
পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক ! pic.twitter.com/pioL9mn5ik
— Narendra Modi (@narendramodi) April 15, 2021
"নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2021
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।।"
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।
Shubho Nabo Barsho!
— Amit Shah (@AmitShah) April 15, 2021
আসন্ন মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাঙালী বন্ধুদের জানাই অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ,শান্তি এবং সমৃদ্ধি।শুভ নববর্ষ!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊