করোনা আক্রান্ত মিঠুন চক্রবর্তী? 





করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতিতে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট, হাসপাতাল বেড সংকট। এর মাঝেই আজ মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত বলেই ছড়িয়ে পড়ে খবর। এমনকি মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত তা ছড়িয়ে পড়তেই সোশ‍্যাল মিডিয়ায় তার আরোগ‍্য কামনা করে একের পর এক পোস্ট হতে থাকে। 




এ দিন ফিল্মফেয়ার-এর তরফে ট্যুইট করে মিঠুনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়৷ এর কিছু পরেই অবশ‍্য ফের টুইট করে জানানো হয় মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত নন। অভিনেতা জানিয়েছেন, একটানা প্রচার চালানোর পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন তিনি৷




গত ৭ই মার্চ বিজেপিতে যোগদেন মিঠুন চক্রবর্তী। এরপর, বিজেপির হয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। জনসভা থেকে রোড শো করে করে বিজেপির হয়ে প্রচার চালান তিনি। প্রথমে এমনও শোনা গিয়েছিল, মিঠুন হয়তো নির্বাচনে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করবেন৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি৷ভোট প্রচারের শেষ দিকে রায়গঞ্জে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ তার পরে অবশ্য আর তাঁকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি৷