বাড়ছে করোনা সংক্রমণ, জেনে নিন রাজ্যের হেল্পলাইন নম্বর গুলি
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে ঘোর চিন্তায় রাজ্যবাসী। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে অক্সিজেন সংকটের খবর উঠে এসেছে দেশের বহু জায়গা থেকে। করোনা সংক্রমণ বৃদ্ধির ওপর নজর দিয়ে বেড বৃদ্ধি থেকে শুরু করে একাধিক জরুরী ঘোষনা দিয়েছে রাজ্য ও কেন্দ্র। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও।
ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।
সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর - (০৩৩) ৪০৯০-২৯২৯
ডাইরেক্ট টেলিমেডিসিন লাইন ০৩৩-২৩৫৭-৬০০১
কোভিড আক্রান্তদের জন্য কলকাতার অ্যাম্বুলেন্স পরিষেবার হেল্পলাইন নম্বর- ০৩৩-৪০৯০২৯২৯
কলকাতা পুরসভার কন্ট্রোল রুম (২৪x৭) - (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩
অ্যাম্বুলেন্স (২৪x৭) - (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২২৫
হোয়াটসঅ্যাপ – ৮৩৩৫৯৮৮৮৮৮
সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত প্রশ্ন , সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল) ইত্যাদি পরিষেবা গুলি পাওয়া যাবে এই হেল্পলাইন নম্বর গুলি থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊