এবছর আর IPL খেলবেন না রবিচন্দ্রন অশ্বিন!




একদিকে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী অন্যদিকে দেশের মাটিতেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দিল্লী ক্যাপিটালসের হয়েই খেলছিলেন রবীচন্দ্রন অশ্বিন। কিন্তু, আইপিএল-র মাঝেই দল থেকে নাম তুলে নিলেন তিনি তাঁর কারণ করোনা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় ছিনিয়ে নেওয়ার পর অশ্বিন টুইট করে এই সংবাদ জানান।



এদিনের টুইটে তিনি জানান তাঁর পরিবার করোনার সঙ্গে লড়াই করছেন তাই তিনি আইপিএল থেকে আপাতত সড়ে দাড়াচ্ছেন। এদিন টুইটে তিনি লেখেন, মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷



এদিকে দিল্লী ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ২৭শে এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালরের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিনকে ছাড়াই মাঠে নামবে দিল্লী।