এবার করোনা আক্রান্ত হলেন সিপিএমের মুখপাত্র শতরূপ 



অর্ণব অধিকারীঃ 

এবার করোনা আক্রান্ত হলেন সিপিএমের মুখপাত্র অর্থাৎ কসবা বিধানসভা সংযুক্ত মোর্চা প্রার্থী শতরূপ ঘোষ। 

নিজের ফেসবুক ওয়ালে করোনা পজিটিভ হওয়ার কথা তিনি জানান। নিজের স্বংস্পর্শে আশা সকলকে সাবধানতা অবলম্বন এর আবেদন জানিয়েছেন তিনি। 



কিছুদিন আগেই নির্বাচন প্রচারে রাশ টেনেছিল বামফ্রন্ট। তারপরে বাম নেতা সুজন চক্রবর্তী করোনায় আক্রান্ত হন। 

করোনার দ্বিতীয় ঢেউ এর গ্রাফ প্রত্যেক দিন নতুন করে উর্ধ্বমুখী হচ্ছে, কোনো মতেই সামাল দেওয়া যাচ্ছে না মারন ভাইরাস কে। এরাজ্যে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।