শীতলকুচি কাণ্ডে মমতা-পার্থর ফোনালাপ ফাঁস করে বিস্ফোরক দাবি বিজেপের
দেখুন ভিডিও:
শীতলকুচির ঘটনা নিয়ে মমতা-পার্থর ফোনালাপ ফাঁস করে বিস্ফোরক দাবী বিজেপির source: BJP westbengal
Posted by Sangbad Ekalavya on Friday, April 16, 2021
১০ই এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কোচবিহার জেলার শীতলকুচি হয়ে ওঠে উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চার ভোটার। এরপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এরপরেই মমতার মন্তব্যের জন্য এই ঘটনা বলে দাবি করে বিজেপি। অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি-কেন্দ্রীয় বাহিনী আঁতাত রয়েছে। এরপর আজ সাংবাদিক বৈঠক করে বিজেপির তরফে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়ের একটি ফোনালাপ ফাঁস করে বিজেপি।
অডিয়োক্লিপে মমতাকে বলতে শোনা গিয়েছে,'সবকটাকে অ্যারেস্ট করাব, সবকটা সিআরপিএফকে। ডেড বডিগুলোকে এখন রেখে দাও। কালকে ডেড বডিগুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। এখনই পুলিশ স্টেটমেন্ট নিতে গেলে নেবে না। ভালো করে এফআইআর করতে হবে ল'ইয়ার-এর সাথে কনসাল্ট করে।যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপিকেও ফাঁসাতে হবে আইসিকেও ফাঁসাতে হবে।' অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊