এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন
শীতলকুচিতে গুলি চালনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন । আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করায় প্রথমে সায়ন্তন বসুকে শোকজ নোটিস পাঠায় কমিশন। এরপর, সেই চিঠির জবাবে সায়ন্তন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্বাভাবিকভাবেই সায়ন্তনের চিঠির জবাবে সন্তুষ্ট নয় কমিশন ফলে এই পদক্ষেপ।
রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচি কাণ্ড নিয়ে এক জনসভায় বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।“
এই মন্তব্যের জেরেই শোকজ নোটিশ পাঠায় কমিশন। সেই চিঠির জবাবে সন্তুষ্ট না হয়ে সায়ন্তনের প্রচারেই কোপ কমিশনের। শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এমনকি বিজেপি নেতা রাহুল সিনহাকেও ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊