করোনা নিয়ে Advisory জারি Home & Hill Affairs Department এর, ৫০শতাংশের বেশি কর্মচারীর উপস্থিতে বারণ
ফের হানা দিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে হুহু করে বাড়ছে সংক্রমণ। বাদ নেই পশ্চিমবঙ্গ।গতকালকের তথ্য অনুসারে রাজ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৬৯১০ জন।
আজ রাজ্যের Home & Hill Affairs Department থেকে একটি Advisory জারি করা হয়েছে। এই Advisory তে বলা হয়েছে-
১। পাব্লিক প্লেস, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে জনসাধারণের মাস্ক পরিধান, দূরত্ব বজায় সহ কোভিড স্বাস্থ্যবিধি নজর রাখতে হবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে।
২। পাব্লিক প্লেস, প্রাইভেট অফিস, ব্যবসাক্ষেত্র, শিল্পক্ষেত্র বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে [ Public and Private offices, business places, industrial and commercial complexes.] সপ্তাহে কমপক্ষে ১ দিন স্যানিটাইজ করতে হবে।
৩। বিভিন্ন বাজার গুলিকে স্যানিটাইজ করার দায়িত্ব নিতে হবে বাজার ব্যবসায়ী সমিতিকে।
৪। রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে কোন অফিস প্রতিষ্ঠানে কর্মচারীদের ৫০% এর বেশি উপস্থিতি থাকবে না । রোটেশনালি উপস্থিতি রাখতে হবে।
৫। ব্যক্তিগত প্রতিষ্ঠান গুলোকে সম্ভব হলে পুনরায় Work from Home- শুরু করবার কথা ভাবতে বলা হয়েছে।
বিস্তারিত জানতে Advisory টি ডাওনলোড করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊