সায়ন্তন-দিলীপের ভাষনের রেকর্ড শুনিয়ে হিংসার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ অভিষেকের
রাজ্যজুড়ে চলছে নির্বাচন। আর নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের উত্তপ্ত শীতলকুচি। সকাল সকাল ভোটের লাইনে গুলিতে প্রান হারায় এক নব্য ভোটার। এরপর, অপর একটি বুথে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রান হারায় চারজন এবং আহত হয় আরো চারজন। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী বলেই জানা গেছে। যদিও এনিয়ে রাজনৈতিক মহলে চলছে তরজা। উত্তাল বঙ্গ রাজনীতি।
এদিকে গতকাল নদীয়ার চাকদহ সহ একাধিক জায়গায় জনসভা ছিল অভিষেক বন্দোপাধ্যায়ের। সেই সভায় সায়ন্তন বসু ও দীলিপ ঘোষের ভাষনের রেকর্ড শুনিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনায় বিজেপির ইন্ধন যোগানোর অভিযোগ। অপরদিকে গতকালকেই বরানগের সভা থেকে দীলিপ ঘোষের হুঙ্কার কেউ বাড়াবাড়ি করলে সারা বাংলায় শীতলকুচি হবে বলে মন্তব্য করে। সেই মন্তব্য টেনেও অভিযোগ অভিষেকের।
আবার, এদিকে, কোচবিহারে জনসভা করতে এসে 'বাহিনীকে ঘিরে ধরে রেখে ভোট দাও' মমতার বক্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এক অংশ এই মন্তব্যকেও উস্কানি বলেই মনে করছে। অভিষেকের শোনানো রেকর্ডিং-এ সায়ন্তন বসু বলছেন, সিআরপিএফ-কে বলে দেবো যেন বুকে গুলি করে। এই রেকর্ডিং শুনিয়ে জনসভা থেকে বিজেপিকে বিঁধে শীতলকুচি কাণ্ডের পিছনে কাঁদের বা কার হাত তা খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন অভিষেক। পাশাপাশি অভিষেকের প্রশ্ন অত্মরক্ষার্থে গুলি চালাতে হলে পায়ে চালানো হল না কেন? সোজা কেন বুকে গুলি চালানো? দেখুন সেই ভিডিও:
শীতলকুচি কাণ্ডের পর সায়ন্তন বসু ও দিলীপ ঘোষের ভাষন শুনিয়ে ঘটনার ইন্ধনে বিজেপিকেই দায়ী করলেন অভিষেক বন্দোপাধ্যায়
Posted by Sangbad Ekalavya on Sunday, April 11, 2021
শীতলকুচি কাণ্ডের পর সায়ন্তন বসু ও দিলীপ ঘোষের ভাষন শুনিয়ে ঘটনার ইন্ধনে বিজেপিকেই দায়ী করলেন অভিষেক বন্দোপাধ্যায়
Posted by Sangbad Ekalavya on Sunday, April 11, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊