৫ টি রাজ্যের সাথে পুরুলিয়া জেলার মানবাজার বিডিও অফিসের সামনে বিক্ষোভ ভারত সেঙ্গেল অভিযানের



৫ টি রাজ্যের সাথে  পুরুলিয়া জেলার মানবাজার বিডিও অফিসের সামনে বিক্ষোভ ভারত সেঙ্গেল অভিযানের 

সুজাতা ঘোষ,বাগডোগরা:


আদিবাসী নেতা শাসখান মুর্মুর আদেশে ৫ টি রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলার মানবাজার বিডিও অফিসের সামনে সারা ভারত সেঙ্গেল অভিযান মানবাজার শাখার সংগঠনের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সাথে সাথে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কুশপুত্তলী দাহ করেন।



একি সাথে আসামের সাঁওতাল পরিবারের মেয়ে মেরিরও কুশপুত্তলী দাহ করেন।

মানবাজার ১ ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের সভাপতি আকাশ হাঁসদা জানান 'ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী এস.পি.টি এক্ট এবং সি.এন.টি এক্ট অমান্য করেছেন ,এই কারনে আজ আমরা কুশপুত্তলী দাহ করলাম।'



মামবাজার ১ ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের আদীবাসি এমপ্লয় এসোসিয়েশনের সভাপতি শ্রীমন্ত সরেন বলেন 'অসমের আদিবাসী মেয়ে মেরি হাসদা লোভ লালসার মধ্যে পা দিয়ে তিনি খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং আমাদের মহান দেবতা যাকে আমরা মারাং বুরু বলে থাকি তাকে শয়তান আখ্যা দিয়ে অপমান করেছেন এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর সাথে ওরও কুশপুত্তলী দাহ করলাম।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ