শোকজের মুখে নির্বাচন কমিশনের একাধিক কর্মী, কারণ অভিনেতা যশ চক্রবর্তীর সাথে নিজস্বী





চণ্ডীতলার বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। শনিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। একদিকে টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ যশ। জনপ্রিয়তাও তুঙ্গে। টেলিভিশন থেকে বাস্তবের মাটিতে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন যশ। সিনেমার বড় পর্দার তারকাকে দেখে উচ্ছ্বসিত মানুষ। যার লোভ সামলাতে পারেননি নির্বাচনী কর্মীরাও। তাঁর সঙ্গে তুলে ফেললেন সেলফি। নিরাশ করেননি অভিনেতাও, কর্মীদের আবদার মিটিয়েছেন তিনি। সেলফি তোলার কারণে শোকজের মুখে নির্বাচন কমিশনের একাধিক কর্মী।



এভাবে ছবি তোলা পছন্দ হয়নি তৃণমূলের। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে তৃণমূল বলেই খবর। শ্রীরামপুরের তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে চণ্ডীতলার বিজেপি প্রার্থীর সঙ্গে কীভাবে নির্বাচন কমিশনের কর্মীরা ছবি তুলতে পারেন?‌ এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, '‌লিখিত অভিযোগ এখনও আসেনি। তবে এমন ছবি পেয়েছি। যাঁরা প্রার্থীর সঙ্গে ছবি তুলেছে, তাঁদের শোকজ করা হবে।’‌




শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সন্তোষ সিং বলেন,'চণ্ডীতলার বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনের লোকজন কী করে ছবি তোলে? আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। এই ঘটনা তারই প্রমাণ। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।'