‘অভিযান’-এ রুপোলি পর্দায় বেঁচে উঠলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও



কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে। তবে এখনও বেমানান তাঁর নামের সামনে প্রয়াত শব্দটা। তিনি যেন আজও বেঁচে আছেন। সাহিত্য থেকে শিল্প সর্বত্র তাঁর বিচরণ ছিল অবাধ। যেমন ছিলেন সত্যজিৎ রায়ের নায়ক আবার তেমনি মঞ্চের সম্রাট। সাহিত্যেও তেমন নিজেকে তুলে ধরেছেন স্বমহিমায় রঙের তুলি হাতে নিলে উঠত মনের কল্পনাও। রাজনীতি সচেতন মানুষও ছিলেন। তিনি চলে গেলেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা এখনও বহাল। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। রুপোলি পর্দায় বেঁচে উঠলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মানুষ চলে গেলেও এই পৃথিবীতে সে বেঁচে থাকে তাঁর কাজের মধ্যেই। আর ঠিক তাই। সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে আছেন তাঁর প্রতিভায়। এবার আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়-কে নিয়ে 'অভিযান'। যেখানে নিজেও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।




আগেই প্রকাশ্যে এসেছিল পরমব্রত পরিচালিত ‘অভিযান’ছবির টিজার এবার এল ট্রেলার। অভিযান ছবিতে নিজেও অভিনয় করেছেন পরমব্রত। তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মহানায়ক উত্তমকুমারের চরিত্রে তুখড় অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এছাড়াও রয়েছে আরও একঝাঁক তারকা। রুদ্রনীল ঘোষ, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দিতা বসুর মতো তারকা রয়েছে এই ছবিতে। প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে।




করোনা কালেই শেষ হয়েছিল শ্যুটিং। সৃষ্টি থেকে যায় শিল্পী সেই সৃষ্টিতেই বেঁচে থাকে শিল্পী। ‘অভিযান’-এর সূত্র ধরেই রুপোলি পর্দায় যেন আবার বেঁচে উঠেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ১৫ নভেম্বর বেলভিউ হাসপাতালে প্রান ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথমে করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে ভরতি হয়েছিলেন পরে প্লাজমা থেরাপির পর রিপোর্ট নেগেটিভ এসেছিল। শারীরিক ভাবেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন কিন্তু আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে অবশেষে ১৫ই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


দেখুন ট্রেলর-