Latest News

6/recent/ticker-posts

Ad Code

এপ্রিল মাসের mid day meal কবে থেকে? কি থাকছে এবার খাদ্য তালিকায়? জারি নির্দেশিকা

এপ্রিল মাসের mid day meal কবে থেকে? কি থাকছে এবার খাদ্য তালিকায়? জারি নির্দেশিকা 



করোনা মহামারীর জেরে এক বছর অতিক্রম করলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বন্ধ অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন।  শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা নিয়ে কোনো আশার বাণী শোনায়নি রাজ্য সরকার । যদিও নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে -অন্যদের কবে থেকে ক্লাস শুরু হবে তা জানা যায়নি। রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে জুন -জুলাই মাসে করা হয়েছে অন্যদিকে এপ্রিল মাস জুড়ে বাংলার বিধানসভা নির্বাচন ।





এদিকে দীর্ঘ স্কুল ছুটি থাকলেও কয়েক দফায় মিড ডে মিলের [mid day meal] খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে । ইতিমধ্যে এপ্রিল মাসের মিড ডে মিলের[mid day meal] নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে দিতে হবে মিড ডে মিল [mid day meal]-এমনই নির্দেশ জারি হয়েছে কোচবিহার জেলায়। 


মার্চ মাসের মতই  এপ্রিলে ২কেজি চাল,১কেজি আলু,১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে সঙ্গে ২৫০গ্রাম ডাল,২০০গ্রাম সয়াবিন ও ৫০০গ্রাম চিনি দেওয়ার নির্দেশ রয়েছে । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code