ভোটার কার্ড না থাকলে ভোট দিতে কি কি লাগবে জেনে নিন
২৭শে মার্চ থেকে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন শুরু। নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ২রা মে হবে ফল প্রকাশ। কে বসবে বাংলার মসনদে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। একদিকে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি আবার একদিকে বাংলার মসনদে ৩৪ বছর রাজত্ব করা বাম ও কেন্দ্রীয় বিরোধী দল কংগ্রেস ও নতুন ঘোষিত পার্টি আইএসএফ এর জোট সংযুক্ত মোর্চা। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আরম্ভ হয়ে আছে।
ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচন করতে আপনাকে অবশ্যই ভোটর তালিকাভুক্ত হতে হবে। কিন্তু যদি আপনি আপনার ভোটার কার্ডটি হারিয়ে থাকেন বা কোনো কারণে যদি আপনার কাছে আপনার ভোটার কার্ড না থাকে তবে কি আপনি ভোট দিতে পারবেন না? অবশ্যই পারবেন। এজন্য আপনাকে ভোটার কার্ডের পরিবর্তে অন্য ডকুমেন্টস নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। তবে যে সে ডকুমেন্ট নয় আপনাকে নির্বাচন কমিশনের ধার্য করা ডকুমেন্টস নিয়ে গেলে তবেই ভোট দিতে সুযোগ দেওয়া হবে।
ভোটার কার্ডের পরিবর্তে অন্য কি কি ডকুমেন্টস থাকলে আপনি ভোট দিতে পারবেন তা জানালো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। ডকুমেন্টস গুলি হল-
- আধার কার্ড
- জব কার্ড
- পাসবুক (ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ফটোযুক্ত পাস বুক)
- হেলথ স্মার্ট কার্ড (শ্রম মন্ত্রক দ্বারা প্রদত্ত)
- ড্রাইভিং লাইসেন্স
- প্যান কার্ড
- স্মার্ট কার্ড (এনপিআরের অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত)
- ভারতীয় পাসপোর্ট
- পেনশনের কাগজ
- অফিসের সচিত্র পরিচয়পত্র (কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিং ও পাবলিক লিমিটেড সংস্থা দ্বারা প্রদত্ত)
- সরকারি পরিচয় পত্র (সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্য প্রদত্ত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊