আরও এক ধাপ এগোলো করোনা টিকাকরণ, ৪৫ ঊর্ধ্ব সকলেই নিতে পারবে টিকা




আরো একধাপ এগোলো মারণ ভাইরাস করোনার টিকাকরণ। আগামী মাস থেকে ৪৫ ঊর্ধ্ব সকল নাগরিককেই টিকা দেওয়া হবে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।ষাটোর্ধ্ব ও কো-মরবিডিটি যুক্ত পঁয়তাল্লিশোর্ধ্বদের টিকাকরণ চলছে দ্বিতীয় পর্বের টিকাকরণ কর্মসূচিতে। আর তা শেষ না হতেই এই খবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 




ন্যাশানাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন-এর ব্লু-প্রিন্ট মেনেই প্রথম ধাপে প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ হয় এরপর দ্বিতীয় ধাপে ষাটোর্ধ্ব ও কো-মরবিডিটি যুক্ত পঁয়তাল্লিশোর্ধ্বদের টিকাকরণ চলছে। আগামী ১লা এপ্রিল থেকে তৃতীয় পর্যায় টিকাকরণ শুরু হবে। আর সেই ধাপেই ৪৫-ঊর্ধ্ব সকলকেই টিকা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে কেন্দ্র। 




ভারতে ১৩০ কোটির বেশি জনসংখ‍্যা। এত বিপুল পরিমান মানুষকে টিকাকরণ করা যথেষ্ট কষ্টদায়ক ও সমস‍্যাবহুল। তাই সরকারকে অগ্রাধিকারের পথে হাঁটতে হয়েছে বলে জানান এক আধিকারিক। ইতিমধ‍্যে, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। বাড়ছে সংক্রমণ। ইতিমধ‍্যে ফের বিধি নিষেধ কড়া হয়েছে বিভিন্ন রাজ‍্যে।