বাংলার মহিলাদের মন জয়ে চেষ্টার ত্রুটি রাখল না বিজেপি!




আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বিজেপির ইশতেহার প্রকাশ করলেন। নির্বাচনী ইস্তেহারে মহিলাদের মন জয় করতে ত্রুটি রাখেনি বিজেপি। চাকরি থেকে যাতায়ত বেশ কিছু ক্ষেত্রে মহিলাদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই ইস্তেহারকে ইস্তেহার ন্য সংকল্প পত্র নাম দিয়েছে বিজেপি।



ইস্তেহারে মহিলাদের জন্য যা যা প্রতিশ্রুতি দিল বিজেপি-

রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ

কেজি থেকে পিজি অবধি সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা

সমস্ত মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, যার মধ্যে ওপিডি ও উন্নত চিকিৎসা

সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে সকল পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত।

মিশন আত্মনির্ভর মহিলা - মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলির জন্য ৫,০০০ কোটি বরাদ্দ।

বালিকা আলো - মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা

১৮ বছর বয়সে ২ লক্ষ টাকা প্রদান।

মহিলাদের সুরক্ষায় পুলিশে পৃথক ব্যাটেলিয়ন চালু হবে