সুয়েজ খালে আটকে পড়েছে এভারগ্রিন, নৌচলাচল বন্ধ



বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথগুলোর অন্যতম সুয়েজ খাল।এই সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ এভারগ্রিন। এর ফলে সেখানে অন্য নৌযানের চলাচল বন্ধ হয়ে গেছে।

এভারগ্রিন জাহাজটি ৪০০ মিটার লম্বা, ৫৯ মিটার চওড়া। বহন করতে পারে ২০ ফুট পরিমাপের ২০ হাজার শিপিং কন্টেইনার।



কন্টেইনারবাহী এভারগ্রীন জাহাজটি আটকে পড়ায় চলাচলের আর কোনো পথ নেই। শিপিং কোম্পানি জিএসি এবং শিপিং ডাটা বিষয়ক রিফাইনিটিভ এইকনের তথ্যে এসব কথা বলা হয়েছে। 


জানাযায়, জাহাজটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর হয়ে রটারড্যাম যাচ্ছিল। পথে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে এটা আড়াআড়িভাবে আটকা পড়ে। এর ফলে আশপাশে জড়ো হয়ে যায় আরো ১৫টি জাহাজ।