কবে খুলবে কলেজ ও বিশ্ববিদ‍্যালয়? কি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়



করোনার জেরে গত বছরের মার্চ থেকে বন্ধ কলেজ ও বিশ্ববিদ‍্যালয়গুলি। ফলে একপ্রকার চাপে শিক্ষার্থীরা। পড়াশুনার মাধ‍্যম হয়ে দাড়িয়েছে অনলাইন। ভার্চুয়াল ক্লাস, অনলাইন পরীক্ষাই হয়ে উঠেছে ভরসা। ‌এখনই খুলছে না পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়। বুধবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনলাইনেই হবে পরীক্ষা বলেও জানা গেছে। 




উপাচার্যদের সঙ্গে বুধবার দুপুরে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, ‘কলেজ, বিশ্ববিদ্যালয় এখনও খুলছে না। হস্টেলও খোলা হবে না। শুধু গবেষকদের জন্য খোলা থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলি। বিজোড় সংখ্যার যে সব সেমেস্টার রয়েছে অর্থাৎ তৃতীয় বা পঞ্চম সেমেস্টার, সে সব সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই হবে। ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে যাবে সেই সব পরীক্ষা।’‌ 




কলেজ বিশ্ববিদ‍্যালয় বন্ধ রাখার পক্ষেই সায় দিয়েছেন সিংহভাগ উপাচার্য। কলেজ ও বিশ্ববিদ‍্যালয়গুলিতে শুধু আঞ্চলিক পড়ুয়ারাই নয় অন‍্য রাজ‍্যের পড়ুয়ারাও রয়েছে। রয়েছে বিদেশের পড়ুয়ারাও। তাই হস্টেল খোলাটা জরুরি। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে হস্টেল খোলা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনই রাজ্যের কলেজ–বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করা যাচ্ছে না।




যেসব পরীক্ষা বাকি রয়েছে সেগুলি অনলাইনেই হবে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী আরো জানিয়েছেন ৩১ মার্চের মধ্যে বিজোড় সংখ্যার যে সব সেমেস্টার রয়েছে সেগুলির পরীক্ষা নিয়ে নেওয়া হবে অনলাইনে। জোড় সংখ্যার সেমেস্টারের পরীক্ষার বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন উপাচার্যরা।