অবশেষে ভোট ঘোষনা, কবে কবে কোথায় ভোট পশ্চিমবঙ্গে? জেনে নিন
অবশেষে ভোটের নির্ঘন্ট বাজালো নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষনা করার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনি। শুরু হয়ে গিয়েছিল ভোটকর্মীদের প্রশিক্ষণ। ফলে কবে ভোট ঘোষনা হয় তার দিকেই নজর ছিল মানুষের। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ অবশেষে আজ বিকেল সাড়ে চারটায় সাংবাদিক বৈঠক করে ঘোষনা করলো নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যের নির্বাচনের সূচি জানানো হয় এদিন। অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি এই চার রাজ্যেও ভোটের দিনক্ষন ঘোষনা করে কমিশন। কেরলে ১৪০ আসনে ভোট, পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন , তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট, আসমে ১২৬ আসনে ভোট ও বাংলায় ২৯৪টি আসনে ভোট।
২০২১-এর নির্বাচন সারা বাংলায় ৮ দফায় হবে বলে জানালো কমিশন।
নির্বাচন:
প্রথম দফা: ২৭শে মার্চ ২০২১
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদীনিপুর
দ্বিতীয় দফা:
১ এপ্রিল’
‘পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)
তৃতীয় দফা: ৬ই এপ্রিল
চতুর্থ দফা: ১০ই এপ্রিল’
‘হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার
পঞ্চম দফা: ১৭ এপ্রিল
উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি
ষষ্ট দফা: ২২ এপ্রিল
উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু, উত্তর দিনাজপুর
সপ্তম দফা: ২৬ এপ্রিল
মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ, দক্ষিন দিনাজপুর
অষ্টম দফা: ২৯ এপ্রিল
মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর।
ফল ঘোষনা ২রা মে।
কোভিড পরিস্থিতিতে ভোট হয়েছে বিহারে। একিভাবে কোভিড নিয়মাবলী মেনেই হবে ভোট হবে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে। কোভিড পরিস্থিতিতে ভোট তাই একগুচ্ছ নির্দেশিকার কথাও জানিয়েছে কমিশন। মনোনয়ন পত্র জমা থেকে শুরু প্রচার সব বিষয়ে নির্দেশিকা রয়েছে। কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয় এবছর বাংলায় লক্ষাধিক বুথ। ২০১৬ সালের তুলনায় ৩১% বুথ বৃদ্ধি পেয়েছে। স্পর্শ কাতর বুথ গুলিতে ভালোমতো নজরদারি, কোভিড বিধি মেনে প্রচার সহ একাধিক বিষয়ে এদিনের বৈঠকে জানানো হয়। বাংলায় ভোটকেন্দ্র ১ লক্ষ ১ হাজার ৯১৬ ।২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩টি। প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্র গ্রাউন্ড ফ্লোরে হবে।রোড শো-এ পাঁচটির বেশি গাড়ি নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊