পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে রাজ‍্য সরকার




জ্বালানি তেলে সেস কমাচ্ছে রাজ‍্য সরকার, কমলো পেট্রোল-ডিজেলের দাম!





বেশ কয়েকদিন ধরে লাগাতার জ্বালানির তেলের মূল‍্য বৃদ্ধির জেরে মাথায় হাত জন সাধারনের। ২০২১ এর কেন্দ্রীয় বাজেট পেশের পর অনেকেই আন্দাজ করেছে এই বাজেটের জেরে বাড়তে পারে জ্বালানি তেলের মূল‍্য বৃদ্ধি হতে পারে। আর ঠিক তাই ঘটে। গত কয়েকদিন লাগাতার মূল‍্য বৃদ্ধি হতেই থাকে। আকাশ ছুয়েছে তেলের দামে। কয়েকটি রাজ‍্যে লিটার প্রতি পেট্রোল সেঞ্চুরি সম্পন্ন করেছে। 




এদিকে সোমবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের দামে লিটারপিছু ১ টাকা সেস প্রত্যাহার করার ঘোষণা করেছে রাজ্য। কেন্দ্রের থেকে প্রায় দ্বিগুন বেশি সেস পায় রাজ‍্য। সেই সেস কিছুটা প্রত‍্যাহার করলো রাজ‍্য সরকার। এরফলে পশ্চিমবঙ্গে লিটার প্রতি পেট্রোল ডিজেল সহ জ্বালানি তেলের দাম একটাকা কমবে। 







মূল‍্য একটাকা কমলেও তেমনটা রেহাই না মিললেও একটাকা তো কমলো। এটাই বড় ব‍্যাপার। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৯১.৭৮, বেড়েছে ৩৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৪.৫৬টাকা , দাম বেড়েছে ৩৭ পয়সা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লাগাতার তেলের মূল‍্য বৃদ্ধি সাধারন মানুষকে বিপাকে ফেলেছে তা বলাই বাহুল‍্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ