খেলার মাঠ নোংরা, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
ধূপগুড়ি, জয়ন্ত বর্মন :
খেলার মাঠ নোংরা করার অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। শুক্রবার সাত সকালে এই অবরোধ করেন খেলোয়াড়রা।
খেলোয়াড়দের দাবি, প্রায় প্রতিদিন খেলার মাঠে পরে থাকে নোংরা, আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট। সেইসব নোংরা আবর্জনা পরিষ্কার করে তারপর নামতে হয় মাঠে। কিন্তু শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখা যায় এদিনের খেলার মাঠের চিত্র অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন সকালে ধূপগুড়ি ফুটবল ময়দানে আসা খেলোয়াড়রা। খেলোয়াড়দের আরও অভিযোগ ধুপগুড়ির ফুটবল মাঠে প্রায় নিয়মিত ভাবে শহরের নোংরা আবর্জনা এনে ফেলা হয়। এমনকি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় সেই খেলার মাঠের পাশেই। আর তার বর্জ্য পদার্থ ফেলা হয় খেলার মাঠে। সকালে শরীরচর্চা করতে আসা যুবক যুবতী এবং খেলোয়াড়রা।
এরপর ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন খেলোয়াড়রা।
সকালে মাঠে আসা সরস্বতী বসাক ক্ষোভের বলেন, "আমরা মাঠে প্র্যাকটিস করতে আসি বলে কি আমাদের প্রতিদিন মাঠ পরিষ্কার করতে হবে । প্রতিদিন এসে দেখি মাঠে নোংরা ,আবর্জনা, খাবারের প্যাকেট পরে থাকে। তাই আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি।"
সকালে মাঠে আসা আরেকজন সুস্মিতা রায় বলেন," মাঠ পরিস্কারের দাবিতে আমরা পথ অবরোধ করছি ।খেলার মাঠে প্রায়ই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানের পর মাঠে ফেলে রাখা হয় নোংরা আবর্জনা ।আর সেগুলো আমাদের প্রতিদিন পরিষ্কার করতে হয়।"
উল্লেখ্য ধূপগুড়ি ফুটবল ময়দানে সকাল- বিকাল নিয়মিত প্র্যাকটিস করতে আসেন শহরসহ গ্রামাঞ্চলের বেশকিছু যুবক-যুবতী। কিন্তু সেই মাঠ নিয়মিত নোংরা আবর্জনায় ভরে থাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊