দীর্ঘদিনের দাবি সফল, গঠিত হল নস্যসেখ উন্নয়ন বোর্ড
নস্যসেখ উন্নয়ন পরিষদের বহু দিনের দাবিকে মান্যতা দিল রাজ্য সরকার। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনজাতি নস্যসেখকে পৃথক উন্নয়ন বোর্ড দিল রাজ্য। জানা গেছে গত ২২ তারিখে এ বিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগের পক্ষ থেকে নস্যসেখ উন্নয়ন বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি হয়। প্রাথমিকভাবে এই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ানকে। পাশাপাশি আরো সাতজন সহ মোট আট জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নস্যসেখ উন্নয়ন বোর্ড গঠিত হওয়ায় উত্তরবঙ্গের নস্যসেখ জনজাতির মানুষ বেশ খুশি। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এদিন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমানের কথায় গতকাল রাতে তিনি কাগজ হাতে পেয়েছেন। তিনিই এই নস্যসেখ উন্নয়ন বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে স্থান পেয়েছেন। জানা গেছে, উত্তরবঙ্গের সাতটি জেলার সাতজনকে রাখা হয়েছে এই বোর্ডে।
নস্যসেখ উন্নয়ন বোর্ড:
চেয়ারম্যান- পবন কাদিয়ান, কোচবিহার জেলা শাসক
সদস্য- বজলে রহমান, (নস্যসেখ উন্নয়ন পরিষদের সভাপতি)
মো. সরওয়ার্দি
মিন্টু আলী মন্ডল
ফরিদ আক্তার গাজি
আনারুল ইসলাম
সৈকত আলী
সাইফুর রহমান
পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নস্যসেখ উন্নয়ন পরিষদের সম্পাদক আমিনাল হক। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে নস্যসেখ জনজাতির পাশাপশি সকল অনগ্রসর শ্রেণি এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊