Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামেদের বনধে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন




বামেদের বনধে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন




বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার। বামেদের নবান্নে অভিযানে পুলিসের লাঠি চারজের প্রতিবাদে শুক্রবার বারো ঘণ্টা বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট। বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। শুক্রবার সরকারি দফতরের সকল কর্মীকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। নাহলে কাটা যাবে বেতন।




বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের আধিকারিক থেকে শুরু করে সকল কর্মীকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। না হলে কাটা যাবে বেতন। এমনকি কোনও ক্যাসুয়াল লিভ বা অর্ধদিবস ছুটিও নেওয়া যাবে না। কোনওরুপ দেরী বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। তবে যাঁরা ছুটি নিয়েছেন, তাঁদের ছুটি মঞ্জুর হবে।মাতৃত্বকালীন ছুটি, রিবারে নিকট পরিজনের মৃত্যু, মারাত্বক অসুস্থ হলে বা অসুস্থতার জন্য ছুটিতে থাকলে এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকলে ছুটি গ্রাহ্য হবে। কোনও কর্মী বা আধিকারিক ধর্মঘটের জন্য রাস্তায় কোনও সমস্যায় পড়েন বা মিটিং, মিছিলে আটকে পড়লেও ছুটি গ্রাহ্য হবে না। সেক্ষেত্রেও বেতন কাটা যাবে।





এদিকে প্রায় ১১ মাস পর শুক্রবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে স্কুল। বনধ থাকলেও স্কুল খুলছে কালকেই বৃহস্পতিবার সন্ধ্যায় সেকথা স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পূর্ব নির্ধারিত নির্দেশিকা মেনেই শুক্রবার স্কুল খুলবে বলে জানান তিনি। প্রসঙ্গত, প্রথম থেকেই তৃণমূল শাসিত রাজ্য সরকার বনধের বিরোধিতা করে আসছে গোঁড়া থেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code