'মাননীয়া অনেক হলো এবার ক্যাম্পাস খোলো'-SFI দিনহাটা কলেজ ইউনিট



করোনা পরিস্থিতির কারণে প্রায় একবছর ধরে কলেজে পঠনপাঠন বন্ধ। অনলাইন ক্লাসের কথা শোনা গেলেও তার অবস্থা তথৈবচ। অথচ দৈনন্দিন জীবন ইতিমধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। 

ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট মনে করে, এর সুদূরপ্রসারী কুপ্রভাব শিক্ষা ও ছাত্রদের মানসিকতায় স্পষ্ট হয়ে উঠছে। শিক্ষাব্যবস্থার এই অচলাবস্থার দ্রুত অবসান ঘটিয়ে, করোনা স্বাস্থ্যবিধি মেনে কলেজে পঠনপাঠন চালুর দবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট। 

দ্রুত কলেজ ক্যাম্পাস খুলে কলেজ এ ক্লাস চালু করার দাবিতে দিনহাটা কলেজের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। 

 কলেজ ইউনিটে অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আব্দুল মালেক পাটোয়ারি,  প্রদীপ বর্মন, শুভজিৎদা, বুবনি বর্মন প্রমুখ। ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে উপস্থিত হন দিনহাটা কলেজ ছাত্র - ছাত্রী সংসদের প্রাক্তন সম্পাদক তথা SFI রাজ্য সম্পাদকমন্ডলির সদস্য শুভ্রালোক দাস, আঞ্চলিক কমিটা সম্পাদক টুটুল সরকার, সভাপতি অংশুমালি রায়।