বিমানবন্দরে ট্রাম্পকে একা ফেলে চলে গেলেন স্ত্রী মেলানিয়া! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
মাঝে মধ্যেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও অদ্ভুত কায়দায় মেলানিয়াকে ডাকা বা প্রকাশ্যে স্বামীর হাত ধরতে না চাওয়া ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় ট্রাম্প দম্পতির ভিডিয়ো ভাইরাল হয়েছে।
এবার বিদায়ী মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পকে একা ফেলে চলে গেলেন মেলানিয়া। ফ্লোরিডায় এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।
বিমান থেকে ট্রাম্প দম্পতি ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাভাবিক ভাবেই সেখানে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। তাঁরা ক্যামেরাবন্দি করতে থাকেন এই প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রীকে। ভিডিয়োতে দেখা যায়, বিমান থেকে নেমে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের জন্য কয়েক মুহূর্ত দাঁড়ান ট্রাম্প। কিন্তু মেলানিয়া স্বামীকে ছেড়ে একাই গটগট করে গাড়ির দিকে এগিয়ে যান। ট্রাম্প কার্যত একা দাঁড়িয়ে থাকেন।
ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে মজা করে অনেকেই প্রশ্ন তুলছেন 'হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর কি তা হলে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছেন মেলানিয়া?'
Melania is totally done. She already quit posing.
— Diego E. Barros (@diegoebarros) January 20, 2021
pic.twitter.com/BRoBardBgx
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊