স্থায়ীকরণ ও মাসিক বেতনের দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি DRDC-এর অধীনস্থ BLT কর্মীরা





স্থায়ীকরণ ও মাসিক বেতনের দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি DRDC-এর অধীনস্থ BLT কর্মীরা 


স্থায়ীকরণ ও মাসিক বেতনের দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি DRDC-এর অধীনস্থ BLT । জলপাইগুড়ি জেলার স্বনির্ভর দল গুলিকে প্রশিক্ষণ দেওয়া DRDC এর অধীনস্থ BLT (Block Level Trainer) রা জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। তাঁদের দাবি, তাঁদের দৈনিক ১৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হয় ও যাতায়ত বাবদ ৫০ টাকা। যদিও তাঁদের অনেক সময় যাতায়তে বেশি টাকা খরচ হয়। পাশাপাশি প্রশিক্ষণের কাজ ও বেতনের কোনও নিশ্চয়তা নেই। তাই তিন দফা দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

দাবি- 

  • প্রতি মাসে কাজ দিতে হবে এবং বাড়াতে হবে কাজের দিন সংখ্যা 
  • মাসিক বেতন দিতে হবে এবং তা ব্যাঙ্ক আক্যাউন্টে। 
  • কাজের সুনিশ্চিত স্থায়ীকরণ করতে হবে।

স্থায়ীকরণ ও মাসিক বেতনের দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি DRDC-এর অধীনস্থ BLT কর্মীরা

Posted by Sangbad Ekalavya on Wednesday, January 6, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ