সমাজের উপেক্ষিতদের হয়ে কলম ধরেছে দ্বাদশ শ্রেণির ছাত্রী- 'Rainbow Within Us' পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি
সেন্ট অ্যান্থনি'স্ স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী মেঘনা সরকার সমাজের উপেক্ষিত মানবচরিত্রদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় কলম ধরেছে। তার এই প্রচেষ্টায় সহকর্মীরা হলেন লন্ডনের বাসিন্দা Rishav Banerjee এবং আমেরিকার বাসিন্দা Trinity Marie O'Havier ।
তাদের এই প্রচেষ্টার ফসল ' Rainbow Within Us ' বইটি চলতি মাসে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করতে চলেছে এবং সাথে তারাও লেখক হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেতে চলেছে ।
এত অল্প বয়সে তার এই প্রচেষ্টা ও সাফল্যকে কুর্নিশ জানিয়েছে সেন্ট অ্যান্থনি'স্ স্কুলের সকল সদস্যেরা । আগামী ভবিষ্যতে তার এই ভাবে এগিয়ে চলার পথ যাতে আরও মসৃণ হয় সেই আশীর্বাদ কামনা করছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊