সাংবাদিকের বাইক চুরির ঘটনায় আলোড়ন কোচবিহারে
প্রায়ই বাইক চুরির ঘটনা ঘটে। তবে তা সাধারন মানুষের। তবে এবার স্বয়ং সাংবাদিকের বাইক চুরির ঘটনা কোচবিহারে। সাংবাদিকের বাইক চুরির ঘটনায় বিভিন্ন মহলে আলোড়ন তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৭.৩০ নাগাদ কোচবিহার শহরের বি এস রোড এলাকার কোচবিহার টাইমস নিউজ দপ্তরের সামনে থেকে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয় । ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাজির হয় । সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে দেখা যায় একটি যুবক বেশ কিছুক্ষণ দপ্তরের সামনে ঘোরাঘুরি করে ।সুযোগ বুঝে দপ্তরের সামনে থাকা সাংবাদিক এর একটি বাইক হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কোচবিহার টাইমস এর চিত্র সাংবাদিক মুন্না রহমান। কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় অবশ্য বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকের বাইক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোচবিহারে।
সাংবাদিকের বাইক চুরির ঘটনায় আলোড়ন কোচবিহারে, দেখুন এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ
Posted by Sangbad Ekalavya on Friday, January 15, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊