Latest News

6/recent/ticker-posts

Ad Code

রামচন্দ্র সাহার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানালো ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদ,উত্তরবঙ্গ এর দিনহাটা মহকুমা শাখা

রামচন্দ্র সাহার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানালো ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদ,উত্তরবঙ্গ এর দিনহাটা মহকুমা শাখা

মৃগাংক সরকারঃ 

দিনহাটার বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী, লেখক রামচন্দ্র সাহার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানালো ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদ,উত্তরবঙ্গ এর দিনহাটা মহকুমা শাখা। 



রবিবার বিকেল তিনটায় বয়েজ রিক্রিয়েশন ক্লাব সভাগৃহে এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়।  বক্তব্য রাখেন শিক্ষক প্রলয় ভট্টাচার্য্য,বিশ্বনাথ দেব,শ্যামল ধর,দিনহাটা হাসপাতালের সুপার ড: রণজিৎ মণ্ডল,সঞ্জয় কুমার নাগ, ডঃ উজ্জ্বল আচার্য্য সহ দিনহাটার বিশিষ্ট ব্যক্তিরা।



সকলের বক্তব্যে উঠে আসে তার জীবন,শিক্ষা,সংস্কৃতি জগতে অবদান।তার আর্থিক অনুদানে দিনহাটায় প্রস্তাবিত কলেজ স্থাপনের কথাও উঠে আসে সভায়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code