স্কুল খোলার দাবিতে ডেপুটেশন বেসরকারী বিদ্যালয় কল্যান সমিতির



অতিমারী করোনার জন্য লকডাউন চলেছে অনেকদিন। তারপর প্রায় সব কিছু স্বাভাবিক হলেও স্কুল , কলেজ খোলার ওপর নিষেধাজ্ঞা এখনো জারি রেখেছে সরকার। 

আজ স্কুল খোলার দাবিতে দিনহাটা SDO অফিস ও BDO অফিসে স্মারকলিপি প্রদান করলো বেসরকারী বিদ্যালয় কল্যাণ সমিতি দিনহাটা মহকুমা কমিটি। 

এই ডেপুটেশন কর্মসূচি তে নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, মহকুমা সম্পাদক শোভন লাল দে, কনক বর্মন, পুলক রায় সহ বিভিন্ন বেসরকারী বিদ্যালয়ের শিক্ষকগণ ।


এই সমিতির মহকুমা সম্পাদক শোভন লাল দে বলেন ' করোনা লকডাউন পরবর্তী পরিস্থিতি তে সবকিছু এখন স্বাভাবিক হয়ে গেলেও খুলছে না স্কুল, শিশু দের পড়াশোনা তে ব্যাঘাত ঘটছে, এই চিন্তিত অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষ। সাথে সাথে এই বেসরকারি স্কুল গুলির মাধ্যমে অনেক মানুষ এর রোজগার জড়িয়ে তাদের পরিবারের আর্থিক অবস্থায় নিম্নমুখী। আমরা তাই করোনা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত স্কুল খোলার পক্ষে। তাই স্কুল খোলার দাবি নিয়েই আমাদের আজকের ডেপুটেশন'