নবান্ন চলো, দিদিকে বলো- কর্মসূচি স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের
বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তিনটি সংগঠন SPTTA, PTSTEWA এবং সারা বাংলা সংগঠন সকলে মিলে গঠন করা হয় "স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চ।"এই মঞ্চ থেকে আগামী 17/12/2020 তারিখ "নবান্ন চলো, দিদিকে বলো" কর্মসূচি গ্রহন করা হয়েছে ।
ঐ দিন বেলা 12.00 ঘটিকায় কলকাতা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রায় 2000 জন মিছিল করে নবান্ন গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের দাবী-
1) স্থায়ীকরণ।
2) চাকুরিতে শিট সংরক্ষন।
3) নায্য বেতন।
4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।
5) শারদ উৎসবে বোনাস।
6) পুনর্নিয়োগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊