কৃষি বিলের প্রতিবাদে Jio Sim বয়কটের ডাক দেশের কৃষকদের!
২০২১ সালের মাঝামাঝি সময়ে থেকে ফাইভ জি পরিসেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আর অন্যদিকে দিল্লীতে আন্দোলনরত কৃষকরা রিলায়েন্স জিও-র সাথে মুকেশ আম্বানিকেই বয়কটের ডাক দিলো।
এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম প্রোভাইডার হল Reliance Jio। জিও বয়কটের ডাক স্যোসাল মিডিয়ায় এখন ট্রেন্ড। জানা যাচ্ছে ইতিমধ্যে জিও ছেড়ে অন্য নেট ওয়ার্কে পোর্টিং শুরু হয়ে গেছে।
কেন্দ্রের প্রস্তাবে রাজি হননি দেশের কৃষক সংগঠনের নেতারা। কেন্দ্র সরকারের প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। আর তারপরেই তারা আদানি এবং আম্বানির প্রডাক্ট বর্জনের ডাক দিয়েছেন। তার সঙ্গেই জাতীয় জিও সিম বয়কট করতে চলেছেন। এই নিয়ে প্রথম টুইটারে শেয়ার করেন সাংবাদিক সন্দীপ সিং।শেয়ার করার পর টুইটটি ট্রেন্ডিং হয়৷ #Boycottjio
এই বয়কট মুকেশ আম্বানির টেলিকম সংস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊