Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিনপাইয়ে বিজেপির মোমবাতি মিছিল


চিনপাইয়ে বিজেপির মোমবাতি মিছিল

অভিক মিত্র: 

সোমবার বিজেপি যুবমোর্চার উদ্দ্যোগে "উত্তরকন্যা" অভিযানে মারা যায় উলেন রায় নামে এক বিজেপিকর্মী ! তার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গে বারো ঘন্টা বনধ পালন করে বিজেপি! 


এইঘটনার প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর বি মন্ডলের সাধারণ সম্পাদক মিঠুন দাসের নেতৃত্বে চিনপাই গ্রামে আজ বিকেলে মৌন মোমবাতি মিছিল করে বিজেপি ! বিজেপি পার্টি অফিস থেকে মৌন মোমবাতি মিছিল শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে ! মন্ডল কমিটি,মন্ডল প্রমুখ,বুথ সভাপতি,কর্যকর্তা সহ বিজেপি কর্মী সর্মথকরা মৌন মিছিলে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code