বিয়ের কনের গায়ে হলুদের সাঁজে নেচে মাতলেন অভিনেত্রী তৃণা সাহা 


সম্প্রতি টলিউড জুড়ে বিয়ের মরশুম। কলেজ জীবনের প্রেমকে এবার আইনি স্বীকৃতি দিতে চাইছেন টেলিভিশনের তারকা জুটি নীল- তৃণা। চলছে সাজো সাজো রব। শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটাও শেষের দিকে। তবে এর মাঝেই গায়ে হ্লুদের সাঁজে কোমর দোলালেন অভিনেত্রী। 


ভিডিয়োটি লক্ষ্য করলে দেখা যায়, তৃণা যে ধারাবাহিকে অভিনয় করেন, সেই সেটেই গায়ে হলুদের সাজে সেজে নাচতে দেখা যাচ্ছে তৃণাকে। ধারাবাহিকের সহঅভিনেত্রীদের সঙ্গেই নাচতে দেখা যায় তৃণাকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৃণা সেই ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।