ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলেছে অষ্টাদশী আঠমিকা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলেছে অষ্টাদশী আঠমিকা 



১৯৯৩ সালের ৯ ফেব্রুয়ারি  তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করে আঠমিকা। তবে পড়াশুনা থেকে বড় হয়ে ওঠা সমস্তটাই চেন্নাইয়ে।  মূলত, তাদের পরিবার কয়ম্বতুরে এবং পরে তারা চেন্নাই চলে এসেছেন। 




আঠমিকা কোয়েম্বাতুরের এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার চলচ্চিত্র জগতের সাথে কোনও যোগাযোগ ছিলও না। আঠমিকাই প্রথম এই পরিবারের যে চলচ্চিত্র জগতে আসে।   বৈষ্ণব কলেজ ফর উইমেন, চেন্নাই ্থেকে স্নাতক ডিগ্রি লাভ করে। 

রাজীব মেনন পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে আঠমিকা তার অভিনয় জীবন শুরু করেছিল। 



অভিনয়ের প্রতি তার আগ্রহ কলেজে পড়বার সময় শুরু হয়েছিল যেখানে সে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশ নিয়েছিল এবং বেশ কয়েকটি মডেলিংয়ের কাজও করেছিল এই সময়।  



তারপরে তাঁকে হিপপ তমিজার আধীর  মীসায়া মুড়ুকুতে  অভিনয় করতে দেখা যায়। সেই ছবিতে অভিনয়ের জন্য আঠমিকা বেশ ভাল সাড়া পেয়েছিল। 

2017 সালে ধুরুভঙ্গল পাথিনারু খ্যাত কার্তিক নরেন পরিচালিত তাঁর দ্বিতীয় ছবি নার্গাসুরনে স্বাক্ষর করেছিল। 



এরপর আর থেমে থাকতে হয় নি। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছে আঠমিকা । লকডাউনে অভিনয় থমকে গেলেও পুনরায়  শুরু হয়েছে অভিনয়। সেটে ফিরে খুশি অভিনেত্রী। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ