বিজেপির " গৃহ সম্পর্ক অভিযান", নানান অভিযোগ শুনলেন জেলা সভাপতি, উঠে এল চাঞ্চল্যকর তথ্য 

সুজিত মণ্ডল, ময়না,মেদিনীপুর 


ময়না বিধান সভাতে চলছে বিজেপির " গৃহ সম্পর্ক অভিযান"।এই গৃহ সম্পর্ক অভিযান এর শুভ সূচনা করেন জেলা সভাপতি নবারুণ নায়েক। উপস্থিত আছেন জেলা সম্পাদক চন্দন মণ্ডল ও উত্তর মণ্ডলের সভাপতি দেব দাস মাইতি সহ এই মণ্ডলের বিভিন্ন বুথ স্তরের সভাপতি ও কর্মীরা। 



জেলা সভাপতি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন অভাব অভিযোগ শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন।অনেকেই বর্তমান সরকারের দুর্নীতি,অসহযোগিতার কথা জেলা সভাপতি সামনে তুলে ধরেন। ১০০ দিনের কাজের দুর্নীতি ,আম্ফানে সাহায্য না দেওয়া,আবাস যোজনার টাকা না দেওয়ার,রাস্তা নির্মাণ ন করার মতো বহু অভিযোগ শোনেন জেলা সভাপতি ।


এক বৃদ্ধা মহিলা তার ছেলের অ্যাকসিডেন্ট এর সহযোগিতার জন্য বর্তমান বিধায়ক ডাক্তার সংগ্রাম দলুয়ের সাহায্য চাইতে গেলে তিনি তাকে কোনরূপ সহযোগীতা না করে ফিরিয়ে দেন।এই ভাবেই আমাদের সাংবাদিকের ক্যামেরায় সামনে গর্জে উঠলেন,কেউ কান্নায় ভেঙে পড়লেন ,এবং উঠে এলো সব চাঞ্চল্যকর তথ্য।