৪,৭২৬টি শূন্যপদে সরকারি চাকরির সুযোগ, এখনি আবেদন করুন
কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনে ৪,৭২৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর। স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে এটি ১০+২ লেভেলের পরীক্ষা। আগ্রহীরা 'এসএসসি সিএইচএসএল ২০২০' নোটিফিকেশনে 'লগ ইন' করলে বিস্তারিত খবর পাবেন। সেখানেই কোন কোন পদে কতজন নেওয়া হবে, কোন পদের কী ক্রায়টেরিয়ন, কত বেতন-- থাকছে সবই।
দু'টি ধাপে পরীক্ষা-- টায়ার-১ ও টায়ার-২। যাঁরা টায়ার-১ উত্তীর্ণ হবেন, তাঁরাই পরের ধাপের পরীক্ষার জন্য ডাক পাবেন। ২০২১ সালের ১২-২৭ এপ্রিলের মধ্যে পরীক্ষার দিন ধার্য হবে।
SSC CHSL 10+2 Recruitment 2020 Online Form
পদ-
Lower Division Clerk/Junior Secretariat Assistant
Postal Assistant/Sorting Assistant
Data Entry Operators (DEOs)
আবেদন ফি-
সাধারন- ১০০/- টাকা
এসসি, এসটি, ওবিসি- ০০/- টাকা
মহিলা - ০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স- ০১/০১/২০২১ অনুসারে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । নিয়ম অনুসারে বিভিন্ন ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊