অবশেষে অপেক্ষার অবসান, মুক্তি পেতে চলছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘টেনেট’



অবশেষে অবসান ঘটতে চলছে মুক্তি পেতে চলছে ক্রিস্টোফার নোলানের সায়েন্স ফিকশন সিনেমা ‘টেনেট’। ৪ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি বলেই জানিয়েছেন ছবির নির্মাতারা। 


বলিউডের নামী ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৪ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ‘টেনেট’। তিনি আরও জানিয়েছেন যে, ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও সিনেমাটি মুক্তি পাবে ভারতে।


টেনেট-এ অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মাইকেল কেন, কেনেথ ব্রানাগ ও ডিম্পল কাপাডিয়া। 



অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্বের বেশ কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পেলেও করোনা পরিস্থিতিতে সিনেমা হল বন্ধ থাকায় ভারতে মুক্তি পায়নি। অবশেষে ভারতীয় দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।