Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মহামারীকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি জানিয়েছে SKOCH



করোনা মহামারীতে আর সব কিছুর মতো বন্ধ হয়ে যায় শিক্ষাকেন্দ্র গুলি। কিন্তু সাময়িক বন্ধ হলেও টেলি টিচার থেকে শুরু করে ডিজিটাল ক্লাস-একাধিক ব্যবস্থা গ্রহণ করে রাজ্য। ডিজিটাল মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যায় শিক্ষা। 

সম্প্রতি রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি জানিয়েছে SKOCH . গুরু গ্রামে অবস্থিত স্কচ গোষ্ঠী ভারতের অন্যতম শীর্ষস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক।


শিল্প-বাণিজ্য প্রশাসনিক বিভাগ ও দফতর, আর্থিক ক্ষেত্র, প্রযুক্তি সংস্থা বা সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে প্রতি বছরই এই সংস্থার তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সহ একাধিক দপ্তর এর আগেও স্বীকৃতি পেয়েছে। রাজ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সরকারি উদ্যোগে কাজের গতি দ্রুত করার জন্য ২০১৪ সালে৩১ টি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ। 

এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প, সামাজিক সুরক্ষা যোজনা, ই আবগারি যোজনা এবং আরও একাধিক ক্ষেত্রে স্কচ পুরস্কার মিলেছে।

এবার ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের করোনা পরিস্থিতিতে বাড়িতে শিক্ষার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ জিতে নিলো এই SKOCH AWARD. মুখ্যমন্ত্রী এক ট্যুইট বার্তায় জানিয়েছে সে কথা-




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code