প্রাথমিক বিদ্যালয়ের TET পরীক্ষার্থীদের জন্য সুখবর
দীর্ঘদিন থেকে বন্ধ সব ধরণের শিক্ষক নিয়োগ পরীক্ষা। শিক্ষিত বেকারদের মধ্যে যা নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। তবে দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্ৰাইমারী এডুকেশন এর (WBBPE) টেট (TET) পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করতে চলেছে বোর্ড। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
লকডাউনের আগে জানা গিয়েছিলো মোট শূন্যপদের সংখ্যা সামনে না আসলেও সূত্রের খবর ৩০০০০ থেকে ৩৫০০০ শূন্যপদ এর জন্য পরীক্ষা হবে। আরও অন্যান্য সংবাদের জন্য আমাদের WHATSAPP GROUP এ যুক্ত হতে ক্লিক করুন- Click
এবার যে WBBPE -TET পরীক্ষা নিয়ে উঠেপড়ে লেগেছে তা জানাগেছে বিভিন্ন জেলায় ডি আই দের পরীক্ষাকেন্দ্রের হিসাব চেয়ে পাঠানো চিঠি থেকে। বিশেষজ্ঞ মহলের ধারণা ২১ এর নির্বাচনের আগে নিয়োগ না করলেও পরীক্ষা নিয়ে রাখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্ৰাইমারী এডুকেশন।
4 মন্তব্যসমূহ
Goodnews, nice
উত্তরমুছুনTET পরীক্ষা দেওয়া জন্য Basic কি প্রয়োজন
উত্তরমুছুনBut unfortunately 2018..2020 session candidate can't give exam..
উত্তরমুছুনNiOS theke D. Ed candidate ki xm e boste pabe?
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊